গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর ১নং রেলগেটের পূর্বপাশ্বে থেকে রাত ১০টায় আল-আমিন (১৮) নামক এক যুবকের অটোভ্যান ছিনতাই হয়।উক্ত যুবক গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কুঞ্জ নাকাই গ্রামের ভ্যানচালক মোঃ মমিন খন্দকারের ছেলে আল-আমিন।
বাবার অসুস্থতার কারনে ছেলে দুই মাস থেকে বাবার ভ্যানটি চালায়। গত কাল(১৮ আগস্ট) রোজ শুক্রবার বাদ জুম্মা নাকাইহাট হইতে গাইবান্ধায় ৩ জন যাত্রী নিয়ে যায় আল আমিন। গাইবান্ধা পৌঁছানোর পর যাত্রীরা তাকে কোম্পানির ড্রাইভিং পদে চাকুরির প্রলোভন দেখিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরানোর পর এক পর্যায়ে তার গাড়ীর চার্জ শেষ হলে তাকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের পাশে গাড়ি চার্জের ব্যাবস্থা করে।
অতঃপর আল-আমিন কে অজ্ঞান পার্টির চক্রদল নাস্তা করায় এবং তাতে নেশাদ্রব্য/অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দেয়। গভীর রাতে স্থানীয় এক ব্যাক্তি স্টেশনের পাশে আল-আমিন কে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের পর জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাবা মনিম খন্দকারের কাছে ফোন দেয়। তার বাবা সহ আরো কিছু লোক গিয়ে দেখতে পায় কিছু পুলিশ ও স্থানীয় লোকেরা তাকে ঘিরে আছে। তখন চার্জ কৃত স্থানে গেলেও অটোভ্যানটি সেখানে পাওয়া যায় নি।
এসময় পুলিশ তার পরিবারকে অটোভ্যানটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বাস দেন।