লাল হোসেন কবির:অতিক্রম’-এর প্রধান উপদেষ্টা বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠন এবং ক্যান্সার রোগের গবেষক জহির উদ্দিন আহমেদ গাত ১৯ মে মৃত্যু বরণ করেন । তাঁ প্রতি শ্রদ্ধা রেখে শুক্রবার (২ জুন) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাট জেল রোড সোনালী পার্কে মীর লাইব্রেরিতে সামাজিক সংগঠন অতিক্রম এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্বরণ সভায় সভাপতিত্ব করেন
অতিক্রম এর আহবায়ক হেলাল হোসেন কবির।প্রধান আলোচক ছিলেন জীবিত একমাত্র ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী।
স্মৃতি চারণ করেন মরহুমের পরিবারের আজিজার রহমান বাবলু, হুমায়ুন কবির, জাহানারা বেগম শিরিন। ভাষা সৈনিক আবদুল কাদের এর ছেলে জামাল আব্দুল নছির।
আলোচক ছিলেন প্রয়াতের অনুরাগী এবং লালমনিরহাটের বিদ্বৎসমাজের কলামিস্ট
মনসুর আলী সরকার, রতনাই থিয়েটারে সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন, অতিক্রমের নির্বাহী সদস্য প্রদীপ রায়, জামাল বাদশা, সৈয়দ শামীম আহমেদ, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহবায়ক সূফী মোহাম্মদ।
জনি, রবিউল ইসলাম। এ সময় অতিক্রম লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন অতিক্রম এর যুগ্ম আহবায়ক মুহিন রায় ও মাসুদ রানা রাশেদ।