মোঃ রাসেল হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:
অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে একঝাঁক তরুন সেচ্ছাসেবীরা, তরঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠন।
বাংলাদেশ নামের একটি সংগঠনের মানবিক সেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে নগরির প্রায় ৩০ জনের অধিক অসহায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে, নিয়ম করে প্রতি শুক্রবার বঙ্গবন্ধু উদ্যান (যা বেলস পার্ক নামেও পরিচিত) বাংলাদেশের দক্ষিণের শহর বরিশালে অবস্থিত একটি নগর উদ্যান এবং বিনোদন এলাকা।
বিনোদন এলাকায় বিনোদনের সাথে সাথে যারা স্কুল হতে বঞ্চিত ঠিক মত সঠিক শিক্ষা গ্রহন করতে পারছে না তাদেরকেই শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছি তরঙ্গ সংগঠনের সদস্যরা, এবং আনন্দে উৎফুল্ল পরিবেশে শিক্ষা দেওয়া হচ্ছে তাদের কে।
সাংবাদিক এক সাক্ষাৎকারে উক্ত সংগঠনের পরিচালক রেদওয়ান ইসলাম রুদ্র জানান যে আমাদের এই কার্যক্রম আমরা যতদিন পাড়ি এগিয়ে নিয়ে যাবো কারন আমরা এখানে যারা কাজ করি সবাই আমরা শিক্ষার্থী আমাদের পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রম এগিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ আমাদের নিজ অর্থায়নে তাদের মাঝে বই,খাতা, কলম কিনে ও দিচ্ছি, আর এই নগরের যত পথশিশু আছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের মাঝেও আমরা আস্তে আস্তে আমাদের কার্যক্রম বৃদ্ধি করবো।
এবং আরো বলেন যে আমাদের এই কার্যক্রম ছড়িয়ে দিতে আরো কয়েকটি ভ্রাম্যমান পাঠশালার ভিত্তিকার্য কাজ চলমান রয়েছে।
তরঙ্গের পাঠশালার কয়েকজন শিক্ষার্থীদের থেকে জানতে পারি যে তোমাদের এইখানে কেমন পড়ানো হয়, পরবর্তীতে দেখা গেলো যে সবার উত্তর ছিলে এমন যে আমরা আগে এই রকম পরিবেশে কখনো পড়াশোনা করতে পারি নাই এখন আমাদের স্যার, মেডামরা অনেক সুন্দর করে আমাদেকে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছে আমরা অনেক কিছু শিখতে পারছি যা আমরা আগে জানতাম না, এখন জানি।