‘দুলাল হুসাইন’
শুভ ক্ষণ,শুভ দিন
আজ মেঘলার জন্মদিন।
শুভ হোক মুছে যাক শোক,
তোমার জীবন আনন্দময় হোক।
সকল দিন,সকল রাত
শুভ হোক তোমার সকল শুপ্রভাত।
আজ মেঘলার জন্মদিন,
তার খুশিতে সব হয়েছে রঙ্গিন।
মেঘলা তুমি ভালো থাকো,
পরিবারকে অনেক ভালো রাখো।
সুখি হও মেঘলা তুমি,
এই কামনা করি যে আমি।
যাচ্ছে রাত আসছে দিন,
আজ মেঘলার জন্মদিন।
আকাশ বাতাস দেখছে দেখো,
সকলে চায় মেঘলা তুমি ভালো থাকো।
হোক মজা হোক রঙ্গিন,
আজ মেঘলার জন্মদিন।
উৎসর্গ: মেঘলা।