মোঃ সাহিদুল ইসলাম শাহীন,স্টাফ রিপোর্টারঃ-
যশোর জেলার শার্শা উপজেলার সরকারী কর্মকর্তাদের আড্ডাস্থল “অফিসার্স ক্লাব” কর্তৃক আয়োজিত ক্লাব সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৮ মে) সকাল ১০ টায় শার্শা উপজেলা পরিষদ সংলগ্ন “অফিসার্স ক্লাব” কার্যালয়ে সদস্যবৃন্দের এই ঈদ পরবর্তী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৮৫,যশোর-১শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।উপজেলার সকল জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের পরিবার, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের অংশগ্রহণে ঈদ পরবর্তী মিলন মেলাটি প্রানের উৎসবে পরিনত হয়।উপজেলা নির্বাহী অফিসার নারয়ন চন্দ্র পাল এর সার্বিক তত্বাবধানে পুনর্মিলনী আয়োজনটি আনন্দমুখর হয়ে উঠে।
প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন-“সারা বিশ্বের মুসলমানের সর্বজনীন আনন্দ-উৎসব ঈদুল ফিতর। বছরজুড়ে নানা প্রতিকূলতা, দুঃখ-বেদনা সব ভুলে ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হন, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে,আমাদের সকলের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ়তর হউক, আগামী দিনগুলো সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত হউক, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হউক শার্শা “অফিসার ক্লাব” কর্তৃক ঈদ উৎসব মিলন মেলার ঐকান্তিক কামনা”।
অনুুষ্ঠানে উল্লেখযোগ্য ক্লাব সদস্যবৃন্দের মধ্যে উপষ্হিত ছিলেন- শার্শা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট-ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি), শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আকিকুল ইসলাম,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল হোসেন ভূঁইয়া।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপন, উপষ্হিত সকল অতিথিদের জন্য শুভেচ্ছা পুরষ্কার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটিকে উৎসবে পরিনত করে। এরকম একটি প্রাণবন্ত অনুুষ্ঠানের আয়োজন করায় উপষ্হিত ক্লাবের সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের ভূয়সী প্রশংসা করেন।