আনন্দ উৎসব মুখর পরিবেশে এ জন্ম দিন পালন ।
মোঃ শাকিল খাঁন
(স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন এর মোঃ নুরু প্রামাণিক এর ছেলে মোঃ ইসমাইল হোসেন (রিদয় ) তার জন্ম তারিখ দুই -ছয় -দুই হাজার এক সালে জন্ম গ্রহণ করেন জামিরতা গ্রাম এ , জামিরতা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে পাশ করেন , বর্তমান এ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ পাওয়ার ডিপার্টমেন্ট এ সপ্তম সেমিস্টারে পড়াশোনা করছে । আজ তার শুভ জন্ম দিন, নানা রকম আয়োজন করে তার বড় ভাই ও বন্ধুরা ইন্জিনিয়ার মোঃ নাহিদুল ইসলাম (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ) , ইন্জিনিয়ার মোঃ ইমন খান (আর এ সি ) , ইন্জিনিয়ার মোঃ রানা (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ), ইন্জিনিয়ার মোঃ মেহেদী (সিভিল), ইন্জিনিয়ার মো: রাজীব (অটোমোবাইল),
ইন্জিনিয়ার মোঃ আশিক (মেকানিক্যাল) , ইন্জিনিয়ার মোঃ বিল্লাল(সিভিল) ,
ইন্জিনিয়ার মোঃ ও সাংবাদিক শাকিল খান এর নেতৃত্রে পালন করা হয় জন্ম দিন ,
এই জন্ম দিনে প্রায় অর্ধ শতাধিক মানুষের খাবারের আয়োজন করে তার বন্ধুরা এই আয়োজন করা হয়, ফরিদপুর শহরে সব চেয়ে বিলাশ বহুল কমিউনিটি সেন্টারে , এই আয়োজন প্রায় দু’লহ্ম টাকা খরচ করা হয় । দেশ বিদেশের বন্ধুরা এই জন্ম দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকলের একটাই চাওয়া বন্ধু তুমি
সারা জীবন ভালো থাকো, এই কামনাই করি। জন্মদিনে শুধু এটাই কাম্য যাতে ভবিষ্যতে অনেক অনেক সুখী হও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
আজকের এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতি টুকু থাক কাছে, দুঃখ গুলা যাক অনেক দূরে ।
আল্লাহ্ পাক এর কাছে এই দোয়া করি মহান আল্লাহ্ পাক যেন তোমাকে ভালো রাখে এবং ভবিষ্যতে যেন তুমি তোমার মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারো।