ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের ফায়ারসার্ভিস মোড়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মজিবর রহমান মল্লিক এর সভাপতিত্বে আফতাব উদ্দিন খান এর সন্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব গোলাম মোস্তফা ,সাধারন সন্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভালুকা উপজেলা শাখা ,,
এস এম আকরাম হোসাইন চেয়ারম্যান ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন ,,এবি এম জিয়াউদ্দিন বাসার ,সভাপতি “মুক্তিযুদ্বের চেতনায় “্ভালুকা প্রেসক্লাব,,, আজগর আলি খোকা প্রচার সন্পাদক আওয়ামী লীগ ভালুকা উপজেলা শাখা,,মাহাবুল আলম বাবুল সাধারন সন্পাদক ৩ নং ভরাডোবা ইউনিয়ন আওয়ামীলীগ, মোখলেছুর রহমান সাবেক সভাপতি ভালুকা বাজার সমিতি , আলহাজ্ব এসএম নুরুল ইসলাম সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখা, ইদ্রিস আলি মাস্টার সভাপতি সাবেক শিক্ষক সমিতি ভালুকা মোছাঃ রহিমা খাতুন সীমা , মহিলা কাউন্সিলর, সৈকত হোসেন পাঠান সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ ভালুকা পৌরসভা, আমিনুল ইসলাম যুবলীগ নেতা ভালুকা পৌরসভা, আব্দুস সালাম স্বেচ্ছাসেবক লীগ নেতা এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আওয়ামী লীগ কৃষক লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।