
বিশ্ব নন্দিত মোফাচ্ছিরে কোরআন, কোটি কোটি কোরআন প্রেমিক জনতার হৃদয়ের স্পন্দন জামায়াত নেতা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অবস্থায় কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, বিকালে হঠাৎ বুকে ব্যাথা উঠলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ জানান, আমরা শুনেছি তাকে ঢাকায় আনা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি তাকে সুপারিশকৃত হাসপাতালে ভর্তি করা হবে।
এ বিষয়ে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, আমরা বিকালে তার অসুস্থতার সংবাদ পেয়েছি। তাকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় আনা হচ্ছে। তবে কোন হাসপাতালে নেয়া হচ্ছে কারাকর্তৃপক্ষ আমাদের তা জানায়নি।
সাঈদী সাহেবের অসুস্থতার খবর শুনে হাজার হাজার বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারি তার মুক্তি চেয়ে বিভিন্ন ধরনের লেখা পোস্ট করেন ফেসবুক টাইমলাইনে।
এধরনের ফেসবুক পোস্টের মাধ্যমে আল্লামা সাঈদীর নিঃশর্ত মুক্তি কামনা করেছেন অনেকে।
উল্লেখ্য যে, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হার্টের রিং পড়ানে সহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি ট্রাইবুনালের মানবতাবিরোধী রায়ে দীর্ঘ ১৩ বছর ধরে কারাগারে বন্দী আছেন।