মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ- সম্প্রতি রাজধানী ঢাকার বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের জন্য এবং বিশ্ব শান্তি কামনায় পবিত্র রমজানের ২৩ রোজায় “একতা প্রেসক্লাব বেনাপোল”এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার(১৫ এপ্রিল/২০২৩) ইং তারিখ “বেনাপোল কাস্টম হাউস” সম্মুখস্থ রাস্তার অপর প্রান্তে কবরস্থান সংলগ্ন “আতিয়ার ভবন”এর নীচ তলায় অবস্থিত “একতা প্রেসক্লাব বেনাপোল” এর অফিস কার্যালয়ে এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে ক্লাবের সকল সদস্য ছাড়াও ক্লাবের উপদেষ্টা মন্ডলীসকল,ক্লাবের শুভাকাঙ্খী ও ঐ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এতে অংশ নেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন-আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম(খতিব,বেনপোল রেলওয়ে স্টেশন,জামে মসজিদ)।
বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি)- মোঃ কামাল হোসেন ভুঁইয়া,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,ঢাকা কেন্দ্রীয় কমিটি’র সদস্য,বিশিষ্ঠ সিএন্ডএফ ব্যবসায়ী,বেনাপোল পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী- ফারুখ হোসেন উজ্জল(উপদেষ্টা,একতা প্রেসক্লাব বেনাপোল), এসআই-মোঃ মোস্তাফিজুর রহমান,রওনক(কনস্টবল)। অফিস ভবন মালিক-আতিয়ার রহমান,সাংবাদিক-আবুল বাশার,কামাল বিশ্বাস,শরিফুল আলম।
দোয়া মাহফিলের ঐ অনুষ্ঠানে ক্লাবের সন্মানিত সভাপতি-ওহিদুল ইসলাম এবং সহঃসভাপতি-মোঃ নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেছেন-“পবিত্র রমজান উপলক্ষে সাংবাদিককুলের সকল ভাই,বোন,বন্ধু ও শুভাকাঙ্খী সহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার/আমাদের আন্তরিক মোবারকবাদ। তারা বলেন, আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান, এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন, আমিন”।
ইফতার অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন- মোঃ জিল্লুর রহমান ডাবলু(দলনেতা),মোঃ খোরশেদ আলম,মোঃ জমির হোসেন,মোঃ সম্রাট হোসাইন,নজরুল ইসলাম(জুনিয়র), মেহেদী আফরোজ শাওন ও রনি।