শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক- অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত “সুধী সমাবেশ” এ প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগতিক বক্তব্যে এমপি শেখ আফিল উদ্দিন বলেন,’মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দমনে আমার তথা শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবিষয়ে সুধী সমাবেশে উপস্থিত সকলকে সতর্ক থাকার এবং আমাদের সন্তানরা যেন মাদকাসক্ত নাহয় বা জঙ্গিবাদে না জড়ায়, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকারও আহ্বান জানান”।
অপরদিকে,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোল ইমিগ্রেশনে প্রথম ই-গেইটের যাত্রীরা তাদের পাসপোর্ট শো করলেই খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন শো করলে গেট খুলবে না। এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এই কাজ করতে। তিনি আরও বলেন, ‘বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকেন। এই গেইট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। বেনাপোল ইমিগ্রেশনে ই-গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই গেট উদ্বোধন হওয়ার পর পাসপোর্ট যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কোনোরকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন।
তিনি আরও বলেন, ‘এ রকম সুবিধা বিমানবন্দরে আছে। বিমানবন্দরের মতো এখন দেশের প্রথম হিসেবে বেনাপোল চেকপোস্টে এই সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এই সুবিধা চালু হওয়ার পর বেনাপোল বন্দরে ভারতে যাওয়া-আসার জন্য কোনও ঝামেলা থাকবে না।বেনাপোল আগমনে শার্শা+বেনাপোলবাসী যে আতিথেয়তা দেখিয়েছেন তাতে তিনি অত্যন্ত খুশী হয়েছেন,এ প্রসংগে তিনি বলেন,বেনাপোলের অনুষ্ঠান কর্মসূচি গুলোয় অংশ নিয়ে শত শত মানুষের আগমনের যে ঢল দেখলাম, আ.লীগ সরকারের প্রতি শার্শা মানুষের দৃড় আত্মবিশ্বাস রয়েছে। আ.লীগ দলের প্রতি এই আত্মবিশ্বাস সৃষ্টিতে শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিন এর বিকল্প কেউ নেই বলে তিনি স্রেফ জানিয়ে দিয়ে গেলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচি তরান্বিত করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আ.লীগ কে পুণরায় ক্ষমতায় আনতে “নৌকা” মার্কায় ভোট দেওয়ার জন্য বিনীত ভাবে আহবান জানান।
মন্ত্রী’র সকল কর্মসূচির সাথে অংশ নেন, যশোর জেলা প্রশাসক-জনাব তমিজুল ইসলাম খান,যশোর জেলা পুলিশ সুপার এবং এ এসপি মহোদয়গন,
শার্শা উপজেলা নির্বাহী অফিসার-নারায়ন চন্দ্র পাল,ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি), যশোর জেলা পরিষদ সদস্য(শার্শা) সালেহ আহম্মেদ মিন্টু,শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান- আলেয়া ফেরদৌস,বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি- এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক- নাসির উদ্দিন ,যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক- সালমা আলম, শার্শা যুবলীগ সভাপতি- অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক-সোহরাব হোসেন,শার্শা যুব মহিলালীগের সভাপতি- শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক- লতিফুন নাহার।বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- তাহাজ্জেল হোসেন ভোলা, সাধারণ সম্পাদক- সাইদুজ্জামান শহীদ।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি-শামছুর রহমান,সাধারণ সম্পাদক-ইমদাদুল হক লতা,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতি’র সভাপতি-আতিকুজ্জামান সনি,সাধারণ সম্পাদক-আজিম উদ্দিন গাজী(উপদেষ্টা,একতা প্রেসক্লাব বেনাপোল) এবং একতা প্রেসক্লাব বেনাপোল উপদেষ্টা-মোস্তাক হাসান স্বপণ(বিশিষ্ঠ শিক্ষাবীদ ও বেনাপোল পৌর নাগরিক কমিটি’র সভাপতি),মোঃ আব্দুল লতিফ(বিশিষ্ঠ সমাজ সেবক ও বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন এর কাষ্টম বিষয়ক সম্পাদক),মোঃ ফারুক হোসেন উজ্জল(সদস্য,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,ঢাকা ও বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী), মোঃ মাসুদ আক্তার বাবু খান(বিশিষ্ঠ সমাজ সেবক ও সিএন্ডএফ ব্যবসায়ী)
সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন সভাপতি-মোঃ মুজিবর রহমান,সাধারণ সম্পাদক-সাজেদুর রহমান,বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি-রাজু আহম্মেদ ও আক্তারুজ্জামান।
বর্তমান ইউপি চেয়ারম্যান- বজলুর রহমান(৪নং বেনাপোল),কবির উদ্দিন আহম্মেদ তোতা(১০নং শার্শা ইউনিয়ন),মোঃ মফিজুর রহমান(৩নং বাহাদুরপুর),আসাদুজ্জামান মুকুল(১নং ডিহি),আমেনা খাতুন(২নং লক্ষণপুর),মোঃ আব্দুল গফ্ফার সরদার(৫নং পুটখালী),তবিবর রহমান(৬নং গোগা),আলতাফ হোসেন(৭নং কায়বা),মোঃ আব্দুল খালেক(৮নং বাগআঁচড়া),মোঃ রফিকুল ইসলাম(৯নং উলাশী),সেলিম রেজা বিপুল(১১নং নিজামপুর)।
এমপি আফিল উদ্দিনের পিএ-আসাদুজ্জাান আসাদ, আ.লীগ নেতা-ছোট আলী কদর,আব্দুল হামিদ(বেনাপোল পৌর ৯নং ওয়ার্ড আ.লীগ সভাপতি)।
সাবেক ইউপি চেয়ারম্যান-হোসেন আলী(১নং ডিহি),কামাল হোসেন(২নং লক্ষণপুর),মাস্টার হাদিউজ্জামান(৫নং পুটখালী),আব্দুর রশিদ(৬নং গোগা),হাসান ফিরোজ আহম্মেদ টিংকু(৭নং কায়বা),ইলিয়াছ কবির বকুল(৮নং বাগআঁচড়া),মোঃ আয়নাল হক(৯নং উলাশী),মোঃ সোহরাব হোসেন(১০নং শার্শা),আবুল কালাম আজাদ(১১নং নিজামপুর)।
কায়বা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক- মোঃ শরিফুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরফদার,লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামছুর রহমান,পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নেতা নাসির উদ্দিন,গোগা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক- মোতাহার হোসেন,উলাশী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক- সাহেব আলী,১০ নং শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন।
শার্শা ছাত্রলীগের সাবেক সভাপতি- আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক- ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক-আল আমিন রুবেল, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি-আব্দুল্লাহ আল মামুন,সাবেক সাধারণ সম্পাদক-তৌহিদুল ইসলাম তৌহিদ, শার্শা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক- আবুল হোসেন, শার্শা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি-মোঃ জুলফিকার আলী মন্টু,সাধারণ সম্পাদক-মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক-নাজিম উদ্দিন রাব্বি সহ শার্শা+বেনাপোল পৌর শাখা আ.লীগের সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের সকল নেতা-নেতৃবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী’র আগমনে শার্শা+বেনাপোল শহরজুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন-অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আকিকুল ইসলাম’র নেতৃত্বে শার্শা থানা,(ওসি) মোঃ কামাল হোসেন ভূইঁয়া,বেনাপোল পোর্টথানা,শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত).বেনাপোল কাস্টমস এর অধীন দায়িত্ব প্রাপ্ত পিসি শামছুর রহমান,বেনাপোল বন্দর পিসি-মোঃ সাকিব উদ্দিন সহ সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই কর্মকর্তারা।