সাইফ উদ্দীন আল-আজাদ,কুষ্টিয়া:ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ গোলাম তাওহীদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন,আলহাজ্ব আবদুল্লাহ আখন্দ, আলহাজ্ব রাহাত আলী বিশ্বাস, সহ-সভাপতিঃ আলহাজ্ব শেখ এনামুল হক,মাও: নুর মোহাম্মদ বিন হানিফ,মুফতী ফরিদ উদ্দীন আবরার,মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ,মাও: আব্দুল আলিম, মুফতি আহমাদুল্লাহ, মুফতী মুজাম্মেল হক কাসেমী প্রমুখ। সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে
সভাপতিঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, সহ-সভাপতিঃ আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ, আলহাজ্ব রাহাত আলী বিশ্বাস, আলহাজ্ব শেখ এনামুল হক, সেক্রেটারিঃ মোঃ গোলাম তাওহীদ কে মনোনীত করা হয়। এরপরে পরবর্তী কর্মসূচি অনুযায়ী ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং বাংলাদেশের পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সাংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্য পুস্তক সংশোধন করার দাবিতে শহরের পাবলিক লাইব্রেরী মাঠ থেকে জেলা ইসলামী আন্দোলন কার্যালয় পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।