ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম-৪ আসনের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট বিপ্লব হাসান পলাশ
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুড়িগ্রাম-৪ আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহা এর শুভেচ্ছা জানিয়েছেন,সদস্য তথ্য ও গবেষণা বিষয়ক উপ- কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক সদস্য, বাংলাদেশ যুবলীগ,সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ এডভোকেট বিপ্লব হাসান পলাশ । ১০ জিলহজ্ব আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। সৌদি আরবের পবিত্র হজ্জ্ব মোবারক পালনের পর পশু কুরবানির মাধ্যমে ঈদুল আজহা /কোরবানির ঈদ পালন করেন আরব বাসী। সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় এর পরের দিন সাধারণত বাংলাদেশে ঈদ পালিত হয়।দেশে কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের। মুসলিম সম্প্রদায়ের প্রকৃত শিক্ষাই হলো একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি নেওয়া। ঈদের এই মাহাত্ম্য উপলব্ধি করে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি,এই আনন্দ ভাগাভাগি করে নিতে হয় সকল শ্রেনী পেশাজীবি মানুয়ের মাঝে। চলমান সময়ের হাত ধরে বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আলোচনা কালে তিনি গণমাধ্যমকে আরও বলেন, কুড়িগ্রাম-৪ আসনের প্রতিটি মানুষ আমার আত্মার সাথে জরিয়ে আছে, তাঁদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই । এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। খাদ্য তে স্বয়ংসম্পূর্ণ সহ- দ্রুতগতিসম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি,রপ্তানীমূখী শিল্পায়ন, ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, ঔষধ শিল্প, রপ্তানী আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বমহলে তা ছড়িয়ে দিতে হবে, সব সময় আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে রাজপথে থেকেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আগামী দিনে আমাদের মধ্যে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা। ঈদ হোক নিরাপদ, ঈদ হোক আনন্দের সবাইকে জানাই শুভেচ্ছা,ঈদ মোবারক।