(সাইফুল ইসলাম ভালুকা , ময়মনসিংহ) ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক যানজট মুক্ত হওয়ায় যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ।
ঢাকা ময়মনসিংহ মহা সড়কে ট্রাফিক পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশের বিশেষ উদ্যোগে যানজট নিরসন হয়েছে ।
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভুঁইয়া (বি পি এম )এর নির্দেশনায় ভালুকায় পুলিশ প্রশাসন এই বিশেষ অভিযানটি পরিচালনা করে ঘরমুখো মানুষকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সহযোগিতা করায় যাত্রী সাধারণ এবং স্থানীয় জনসাধারণের প্রশংসা কুরিয়েছে । ঈদের পরেও যেন এই অভিযান অব্যাহত থাকে এটাই জনসাধারণের প্রত্যাশা ।
ভালুকা ট্রাফিক জুনের টি আই মোহাম্মদ সোহেল রহমান এক সাক্ষাৎকারে বলেন আমরা হাইওয়ে রাস্তায় ২৪ ঘন্টা আছি আমার লোকজন নিয়ে ,,যাতে করে ঈদে Thanks মানুষের কোন ভুগান্তিতে পরতে না হয়।
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করতে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ভালুকা মডেল থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তৎপরতার দুর পাল্লার যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার অংশে সকাল থেকে এখন পর্যন্ত কোনো রকম যানজট পরিলিক্ষত হয়নি।