মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ- দেশের স্বনামধণ্য ব্যাবসায়ীক প্রতিষ্ঠান কে,বি গ্রুপের পক্ষ থেকে এবার “ঈদুল ফিতর” উপলক্ষ্যে এলাকার প্রায় ৫০০ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ী,থ্রী-পিচ ও লুঙ্গী বিতরণ করা হয়। কে,বি গ্রুপের স্বত্তাধীকারী ও বেনাপোল পৌর যুবলীগ নেতা এম,কামরুজ্জামান বাবলু এর বেনাপোল পৌরসভাধীন ২নং ওয়ার্ডের নামাজ গ্রামের বাস ভবন থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ কার্যক্রমে তিনি নিজে এবং তার পরিবারের সদস্যগণ অংশ নেন।
বুধবার(১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে তার বাস ভবনের সামনে বিতরণ কার্য্যক্রমের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তিপূর্ণ ভাবে পরিধান সামগ্রী বিতরণে কে,বি গ্রুপের স্বেচ্ছাসেবী কর্মীরা অত্যান্ত সু-শৃঙ্খল ভাবে বিতরণ কার্যক্রম লক্ষণীয়। শান্তিপূর্ণ ভাবে বিতরণকৃত ঈদ সামগ্রী পেয়ে অসহায় মানুষগুলো বেশ খুশী,তারা এমন সুন্দর ব্যবস্থাপনার জন্য কে,বি গ্রুপের স্বত্তাধীকারী এম কামরুজ্জামানের বাবলু প্রশংসা করে।
এদিকে,ঈদ উপলক্ষ্যে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কালে কে,বি গ্রুপের স্বত্তাধীকারী এম কামরুজ্জামান বাবলু বলেন, কে,বি গ্রুপ এবং আমার পরিবারের অন্যান্য সদস্যগণের আর্থিক সহায়তায় আমরা এলাকার মানুষের দুর্দিনে পাশে দাড়াতে চেষ্টা করেছি মাত্র। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং গরীব অসহায়দের কিছুটা হলেও বস্ত্রের চাহিদা পূরণে আমার পরিবার এবং আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান অতীতে দেশের ক্রান্তিকালে সাহায্যের হাত বাড়িয়েছিল,ঠিক সেভাবেই আগামীতেও এর ধারবাহিকতা বজায় রাখতে চায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সমাজে আমরা যারা স্বচ্ছল পরিবার আছি,সবদিন না হউক অন্তত যে কোন উৎসবের প্রাক্কালে অসহায়দের পাশে থাকার প্রত্যয় গ্রহণ করি”।
বিতরণ কার্যক্রমে অন্য যারা অংশ নেন- আলহাজ্ব রমজান আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,ক্বারী ওমর ফারুক, মোহন, রাকিব, ইমন, সাজু, জালাল এবং ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিতরণ কার্যক্রম দৃশ্য ধারণে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক- মো:সম্রাট হোসেইন (সহঃ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) ও জমির হোসেন(ক্রীড়া বিষয়ক সম্পাদক),সর্বজন একতা প্রেসক্লাব বেনাপোল এর সদস্য।