হাফিজুর রহমান শাহীন, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এম জে এসকে এস এর সার্বিক সহযোগিতায় এবং সেভ দ্যা চিলড্রেন এর অর্থায়নে ১৫শ পরিবারের মাঝে প্যাকেজ শীতবস্ত্র ও প্রত্যেক পরিবারকে ৩০০০ টাকা করে ৪৫০ পরিবারের মাঝে সাড়ে ১৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার বজরা, গুনাইগাছ, বেগমগঞ্জ, বিদ্যানন্দ, নাজিমখঁান ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মানুষদের মাঝে এসব বিতরণ করা হয়। প্যাকেজ শীতবস্ত্রের মধ্যে ছিল ২টি চাদর, ১টি কম্বল, ২টি শিশুদের সোয়েটার ও ১টি পরিবহন ব্যাগ। সুবিধাভোগীর তালিকায় দুগ্ধবতী, গর্ভবতী, দরিদ্র, হতদরিদ্র, দিনমুজুর, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, সংখ্যালঘু প্রান্তিক নারীকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি উত্তম চৌধুরী, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর সেন্ট্রাল মনিটরিং অফিসার ভুদেব রায়, এইচআর ম্যানেজার জুলফিকার আলী, বিজিডি ইমারজেন্সী কোল্ড ওয়েভ রেসপন্স এর প্রজেক্ট ম্যানেজার লুৎফর রহমান, আর্লি এ্যাকশন প্রকল্পের ম্যানেজার মনোয়ার হোসেন, এমজেএস এস কম্পাইন্স অফিসার ফারহানা বেগম, ম্যানেজার জনাব আমিনুল ইসলাম সহ এফএফ, ভলান্টিয়ারগনসহ প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।