হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে গরু বোঝাই নসিমনের সাথে ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এরশাদুল হক (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে
। নিহত ব্যক্তি থেতরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীর ভাই এবং গরু ব্যবসায়ী বলে জানা গেছে। এ সময় নছিমনের চালকসহ আরো তিনজন গরু ব্যবসায়ী আহত হয়। এদের মধ্যে নসিমন চালক দীপু মিয়াকে গুরুতর আহত অবস্থায় উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ( ৯ ফেব্রুয়ারি) সোমবার দুপুর সোয়া ১টার দিকে জেলার উলিপুর – রাজারহাট সড়কের বাকরের হাট-বাজারের অদূরে রাজারাম নামক এলাকায়। দুর্ঘটনা কবলিত নসিমন ও ট্রলি রাস্তার দুই ধারে দুইটি পুকুরে ছিটকে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার রাজার হাট উপজেলার নাজিমখাঁন বাজার থেকে আসা গরুবোঝাই একটি নসিমন ও উলিপুর থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটলে গরুবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উত্তর দিকের একটি খাদে পড়ে যায়। এসময় নসিমনে থাকা গরু ব্যবসায়ী এরশাদুল হক নচিমনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ তার পরিবারের লোকজন নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী আব্দুল গফফার ও আব্দুর রহমান সাংবাদিকদের জানান। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫ ‘শ ফুট সামনে গিয়ে ইট বোঝাই ট্রলিটি রাস্তার দক্ষিণ দিকের একটি খাদে পড়ে যায়। তবে ঐ ট্রলির চালক ও হেলপার অলৌকিকভাবে সামান্য আহত হয়ে বেচে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও ঘটনাস্থলে উলিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।