হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে আব্দুল করিম (৬০) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৫ আগষ্ট) বিকেল ৫টায় উলিপুর মসজিদুল হুদায়। তিনি উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামের মৃত অহর উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আব্দুল করিম হার্টের রোগী ছিলেন। শুক্রবার সকালে তার ভাই আমজাদ হোসেনের পৌর শহরের বাড়িতে যান। বিকেলে বাজারে লাল মিয়ার ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে আসরের আজান শুনে নামাজ আদায়ের জন্য মসজিদুল হুদায় (বড় মসজিদ) যান। এ সময় অসুস্থ হয়ে পড়লে সেখানেই মারা যান তিনি।
মসজিদের খাদেম আব্দুল হাকিম জানান, আসরের আজান শেষে মসজিদে গিয়ে দেখি তিনি মেঝেতে পড়ে আছেন। পড়ে কয়েকজন মুসল্লীসহ উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের ছোট ভাই আজাদ আলী জানান, আব্দুল করিম হার্টের রোগী ছিলেন। সকালে ছোট ভাই আমাজাদ হোসেনের বাড়িতে যান। আসরের নামাজ পড়তে গিয়ে তার মৃত্যু হয়। আব্দুল করিম ৫ সন্তানেরর জনক বলেও জানান তিনি।