হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে স্ট্রেংদেনিং রিডিং হেভিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯মে) সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে, সাইদুল ইসলামের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু জুবায়ের আল মুকুল, এ সময় আরো উপস্থিত ছিলেন উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহজাহান আলী, উলিপুর আলিয়া বহুমুখী আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার নূর-ই আলম সিদ্দিকী, পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ছাত্তার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার প্রদীপ কুমার, ও হুমায়ুন কবির সহ আরো অনেকে। এসময় উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গ্রন্থাগারের দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন।