হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের নিয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ মে) সকাল ৯টায় ‘উপজেলা পরিষদ অডিটরিমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মাহমুদুর রহমান’
এর সভাপতিত্বে,একাডেমিক সুপারভাইজার নূর -ই আ
লম সিদ্দিকীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম মোঃশামছুল আলম, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,উলিপুর আবু সাঈদ সরকার।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানগণ। শুরুতে স্কিমের মূল প্রবন্ধ তুলে ধরেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃতারিকুল ইসলাম।