হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষকের নাম আতিকুর রহমান। তিনি ধামশ্রেণী ইন্দারার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত রেজাউল করিম সরকার একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় আতিকুর রহমান প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
আতিকুর রহমান অভিযোগে উল্লেখ করেন, চলতি বছরের মে মাস থেকে ধামশ্রেণী ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার কোন কারণ ছাড়াই বিদ্যালয়ে উপস্থিত হন না। এ অবস্থায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীসহ অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রধান শিক্ষকের অনুপস্থিতি বিষয়টি সর্বস্থরে সমালোচিত হলে সহাকারী শিক্ষক আতিকুর রহমানের উপর ক্ষিপ্ত হন রেজাউল করিম। পরে তিনি গত ৩০ আগস্ট সন্ধ্যায় আতিকুর রহমানের মোবাইল ফোনে কল করেন। এসময় প্রধান শিক্ষক রেজাউল করিম ফোনে অকথ্য ভাষায় গালাগালিসহ তার ছেলের নাম উল্লেখ করে প্রাণনাশের হুমকি দেন। রেজাউল করিমের সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ছেলের নাম সুজাউদ্দৌল্লাহ সাগর।
সহকারী শিক্ষক আতিকুর রহমান বলেন, কোন কারণ ছাড়াই প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার আমাকে ফোন করে এ হুমকি দেন। ৩ মিনিট ১১ সেকেন্ডের ফোন কলটি আমার কাছে রেকর্ড হিসেবে সংরক্ষিত আছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
গালাগালির বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার বলেন, আমি শুধু তাকে উপবৃত্তির আই ডি’র বিষয়ে বলেছি।তিনি আরো বলেন, আমি মধুপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছি।
উক্ত প্রতিষ্ঠানের এস,এম,সি’র সভাপতি মোঃ খোরশেদ আলম বলেন, প্রধান শিক্ষক দেওয়ার জন্য একাধিকবার উপজেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেছি। তবে উনি কোন সুরাহা করেননি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন বলেন,প্রধান শিক্ষক রেজাউল করিম সরকারকে মধুপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয়েছে। ধামশ্রেণী সরকরি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দীর্ঘদিনে না দেয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি তার কোন সদুত্তর দিতে পারেননি।