হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকালে পৌরশহরের গবামোড়ে উলিপুরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হান্নান, সহিদুল ইসলাম বাবুল, লক্ষন সেনগুপ্ত, আব্দুল মালেক, মিজানুর রহমান লিটন, চন্দন কুমার সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্র“ত আইনের আওতায় আনার পাশাপাশি আটকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।