হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে এসে স্বাস্হ্য কর্মী কর্তৃক অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলী গোফপাড়া ঠুটিয়ার পাড় কমিউনিটি ক্লিনিকে। অভিযুক্ত স্বাস্থ্য কর্মীর নাম মোজাফ্ফর আলী (৩০) ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১০ সেপ্টেম্বর) অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ তার ভাবিকে নিয়ে হিজলী গোফপাড়া ঠুটিয়ার পাড় কমিউনিটি ক্লিনিকে চেকআপ করতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী মোজাফ্ফর গৃহবধূর ভাবিকে বাহিরে যেতে বলেন। পরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকে ও তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। পরে ভুক্তভোগী গৃহবধূ ক্লিনিক থেকে কেঁদে কেঁদে বাহির হয়ে অপেক্ষারত তার ভাবিকে বিষয়টি খুলে বলেন। বিষয়টি জানাজানি হলে গত ১১ সেপ্টেম্বর ওই গৃহবধূর স্বামী উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্যকর্মী মোজাফ্ফর আলী বলেন, আমি চক্রান্তের শিকার, আমাকে ফাঁসানো হচ্ছে। এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ এর সাথে কথা হলে তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করছি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহণ করা হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত চলছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।