হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ কুড়িগ্রামের
উলিপুরে হিজবুল আরাফাত-উলিপুর শাখার আয়োজনে ১৪তম হাজ্বী পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠের নবীন ও প্রবীন হাজ্বীগণের সমাবেশ মিলনমেলায় পরিণত হয়।
এ মিলন মেলায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক এমএ মতিন (নবাগত হাজ্বী) প্রধান অতিথি ও উলিপুর পৌর মেয়র (প্রবীন হাজ্বী) আলহাজ্ব মোঃ মামুন সরকার মিঠু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
হিজবুল আরাফাত- উলিপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু তৈয়ব সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- হিজবুল আরাফাত কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ নাছির উদ্দীন, হিজবুত আরাফাত উলিপুর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ হাঁড়ি, সহ-সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, আলহাজ্ব আম্বার হোসেন,
আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন প্রমূখ।
১ম সমাবেশে শেষে নবাগত হাজ্বী সাহেবগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াইলে শুরু হয় পুরাতন সহস্রাধীক হাজ্বীদের সাথে “মোছাহাবা –মোয়ানেকা”। সালাম বিনিময় ও দোয়ার আবেদন। পরে, জোহরের নামাজ আদায়ান্তে সমাবেশ স্হানে হাজ্বীগনের কান্না বিজড়িত দোয়ায় মুখরিত হয়ে উঠে পুরা এলাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন, বর্শিয়ান মোয়াল্লেম ১৮ বার হজ্ব পালনকারী আলহাজ্ব মাওলানা মোঃ নূরুন্নবী মিঞা।