উলিপুর চৌমুহনী বাজারে উদ্বোধন হলো মিতা মেডিসিন কর্ণার, ডাঃ মিতা সপ্তাহে ১দিন চিকিৎসা সেবা দিবেন।
শুক্রবার (১০ জুন) বিকেলে উলিপুর চৌমুহনী বাজারের (ধামশ্রেনী) পশ্চিম মাথায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মিতা মেডিসিন কর্ণার উদ্বোধন করা হয়।
মিতা মেডিসিন কর্ণারের প্রোঃ মোঃ আশিকুর রহমান আশিক দোয়া মাহফিল শেষে উপস্হিত লোকজনের সামনে বলেন, এখানে বিভিন্ন ধরনের ঔষধ খুচরা ও পাইকারী সূলভ মুল্যে বিক্রয় করা হবে। ধরনীবাড়ী, হাতিয়া, ধামশ্রেনী, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের অসহায় গরীব জনগণের কথা ভেবে আমার মিসেস ডাঃ ফাতেমা-তুজ-জোহরা ( মিতা )
এমবিবিএস (আর ইউ), এমপিএইচ (মা ও শিশু)
সিসিডি (বারডেম) ডি এমিইউ,
পিজিটি (গাইনী এন্ড অবস) গাইনী ও প্রসূতি রোগ অভিজ্ঞ স্পেশাল ট্রেইন্ড ইন টিভিএস এন্ড ব্রেস্ট, রেজিঃ৯০৯৪৯, সপ্তাহে একদিন মিতা মেডিসিন কর্ণার চৌমুহনী বাজারে বসবেন। এই এলাকার গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।
দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply