প্রতিবেদকঃ- মোঃ জিহাদ হোসেনব:রিশাল -০৪ আসন হচ্ছে একটি নদী মাতৃক আসন ।এ আসনের একটি ইউনিয়ন নাম ৮ নং চরগোপালপুর । এই ইউনিয়ন টি নদী ভাঙ্গনের কারণে তিনটি ভাগে বিভক্ত । এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রভাষক সামসুল বারী (মনির) । যিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ২০১৬ সালে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় ।
তিনি বিজয় অর্জন করার পর চরগোপালপুর ইউনিয়ন এক নতুন রূপ পায় । তিনি বলেন এলাকার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য জননেতা পংকজ নাথ পরিকল্পিতভাবে সহযোগিতা করায় এত উন্নয়ন করা সম্ভব হয়েছে।
তার কাছে উন্নয়ন সম্পর্কে প্রশ্ন করলে ?
উওর: আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী । আমি মনে করি রাজনীতি হউক মানুষের কল্যাণে । আমি মানুষের যাতায়াতে প্রায় ১৪ কিঃমি মাটির ভেরিবাধ নির্মান করি । এই রকম উদাহরণ অনেক। তাই মানুষের কল্যাণী আমার জীবনকে বিলিয়ে দিতে আমি প্রস্তুত ।
তাকে প্রশ্ন করা হয় মনোনয়ন নিয়ে আপনি কতটুকু আশাবাদী ?
উওর: ২০১৬ সালে আমাকে আমার প্রিয় দল (আওয়ামী লীগ) থেকে মনোনয়ন দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় একজন কর্মি হিসাবে কাজ করে যাচ্ছি।
জননেত্রী শেখ হাসিনার একজন কর্মি হিসাবে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে সচেষ্ট থাকবো। আমার বিশ্বাস্য নেত্রী দলের পরিক্ষীয়মাণ কর্মির মূল্যায়ন করতেছেন এবং করবে।