চট্টগ্রাম জেলা প্রতিনিধি: আরিফুল ইসলাম
আজ সকাল সাড়ে ১০ টায় আমাদের বৈরাগ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য রূপম বসু ও কয়েক সহযোগী’র অক্লান্ত চেষ্টায় ফেরীঘাট এলাকার জংগলের ভিতর থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতক শিশুটির প্রতি মা হিসেবে মেয়েটির কোন আগ্রহ দেখা যায়নি।
বর্তমানে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক ইমন মহোদয়ের নির্দেশনা মতে উপজেলা হাসপাতালের ডাক্তার ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে মা ও নবজাতক শিশুটির চিকিৎসা চলছে। উভয়েই সুস্থ আছে।
এদের কে সঠিক অভিভাবকের হাতে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করছি।
মেয়েটি নাম বলছে জয়তুন, বাড়ি বলছে ভোলা, জয়নগর। বাবার নাম বলছে ফারুক। ওর সার্বিক কথাগুলো অসংলগ্ন মনে হয়েছে।
মেয়েটির সঠিক তথ্য পেলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করুন।(0132187700)
নোয়াব আলী
চেয়ারম্যান, ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদ,আনোয়ারা, চট্টগ্রাম