নিজাম উদ্দিন তজুমদ্দিন প্রতিনিধি ভোলা:
২০১১ সালে মো: সফিজল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন তার স্ত্রী।
ওই মামলায় তার বিরুদ্ধে ২০১২ সালের মার্চ মাসে এক বছরের সাজা ঘোষণা করেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করেন সফিজল।
এ পর্যন্ত পালিয়ে বেড়িয়েছেন ১১ বছর। তবে নিজেকে আর রক্ষা করতে পারেননি তিনি। অবশেষে গ্রেফতার হয়েছেন ভোলার তজুমদ্দিন থানা পুলিশের হাতে। গ্রেফতারকৃত সফিজল ইসলাম তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, সফিজলের বিরুদ্ধে সাজা ঘোষণা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তবে সোমবার রাতে খবর আসে সফিজল চরফ্যাশন পৌরশহরে অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ রাতেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আমাদের পুলিশের চৌকস একটি টিম।
পরে মঙ্গলবার দুপুরে সফিজল ইসলামকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।