এনইউবি লাইভবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে “preparing and publishing scientific manuscripts and thesis books” শিরোনামের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে টেক্সটাইল বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জিএম ফয়সালের সভাপতিত্বে।সেমিনারে থিসিস বা প্রজেক্ট বই কিভাবে লিখতে হয়, থিসিসের কাঠামো,নিজের গবেষণা কে বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন করা,গবেষণাপত্র লেখা এবং কোথায় গবেষণা পত্র সাবমিট করতে হয় এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জি এম ফয়সালের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এই সেমিনারের সূচনা হয়,পরে বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন,সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম,সিনিয়র প্রভাষক তোফাজ্জল হোসেন, ইমরান আলী,প্রভাষক তোফাজ্জল হায়দার,মণীন্দ্রনাথ রায়,আবদুল্লাহ আল জামান, আনোয়ারুল আজিম আকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষার্থীরা ছাড়াও বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।