সাধারণ জনগণের মাঝে এমটিএফই ঈদ উপহার প্রদান করেছে। জোয়ানেরচর মুন্সি পাড়া টোকমাথা বটতলা মাদ্রাসায় অসহায়, কয়েক শতাধিক দরিদ্র মানুষের মাঝে একটি করে ঈদের খাবার সামগ্রী তুলে দেওয়া হয়।
উক্ত এলাকায় বেশীরভাগই হতদরিদ্র মানুষ। তাই কানাডিয়ান কোম্পানি এমটিএফই এর সিইও মোঃ নুর হ্রদয় আয়োজনটির উদ্যোগ নিয়েছিলেন।
ঈদ উপহার পেয়ে হালিমা খাতুন বলে (৩৫) বলেন, এবার ঈদে কেউ তেমন কিছু দেয় নাই । এই প্যাকেজটায় অনেক কিছু পেয়ে খুশি লাগতেছে ।
মোঃ নুর হ্রদয় বলেন, আমরা ভালো কাজের সাথে সবসময়ই সম্পৃক্ত। আমাদের কার্যক্রম গুলো অব্যাহত থাকবে। আমরা ভালো কাজ করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই সব সময়। কানাডিয়ান এই কোম্পানি সারা বিশ্বে চ্যারেটি প্রদান করেন এবং সাধারণ জনগণকে সাহায্যে করেন। পাশাপাশি এদের সারা বাংলাদেশে রয়েছে অফলাইন সার্ভিস সেন্টার। এইভাবেই সবসময় রাজিবপুর এবং এর আশেপাশের সার্বিক সহযোগীতা করে যাবে এই কোম্পানি।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীতে কর্মরত রহিম, এমটিএফই উদ্যোক্তা জামিউল হাসান সহ আরো অনেকেই।