মোঃ রব্বানী বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধিঃ জনগনের সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে যশোরের কপালিয়া যাত্রা শুরু করেছে কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার।
আজ শনিবার এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কপালিয়া বাজার মৎসর সংলগ্ন অবস্থিত কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়।
কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারটির উদ্বোধন ঘোষণা করেন ১৭নং মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালীপদ মন্ডল। আলহাজ্ব মাষ্টার আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে, উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীপদ মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জহুরুল হক, ১৭নং মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান , ১নং ধামালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ মানুষ গাজী আব্দুস সালাম, চেচুড়ী পুলিশ ক্যাপের আই সি জাহাঙ্গীর আলম, ভবদহ কলেজে অধ্যাপক ইকবাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার জনসাধারণসহ উপজেলার সর্বস্তরের পল্লী চিকিৎসক, বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের প্রতিনিধি, বিভিন্ন ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারের নির্বাহী পরিচালক কালাম হোসেন জানান, আজ শনিবার দিনব্যাপী সবার জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে।