
২৫ মে ২০২৩ ইং কুড়িগ্রামের উলিপুরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মোঃ ফুল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের মাটিয়াল আর্দশ বাজার পোস্ট অফিস মোড় এলাকায় ফুল মিয়ার কলাগাছ পড়ে প্রতিবেশী আইনুল ইসলামের কদম গাছের চারা ভেঙ্গে যায়। এ নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে আইনুল তার লোকজন নিয়ে মোঃ ফুল মিয়াকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বৃহস্পতিবার বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।