কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ইউনিয়ন পদযাত্রায় কেন্দ্রীয় নেতা আঃ খালেক।
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ( রংপুর বিভাগম) সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর নেতৃত্বে উপজেলার ধরনীবাড়ী, দলদলীয়া সহ সব কয়টি ইউনিয়নে পদযাত্রা শেষে ধরনীবাড়ি বড়াই পাড়া মোর ও দলদলিয়ার তেজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উলিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবু জাফর সোহেল রানা , বিএনপি উলিপুর উপজেলা শাখার যুগ্ন -সাধারন সম্পাদক, ধরনিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফুলু, উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোরাব হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক জিএস ফিরোজ কবীর কাজল, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মতলেবুর রহমান মঞ্জু, পৌর কৃষকদলের আহবায়ক মাহফুজ সরদার ছানা, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক নাজমুল হুদা, যুগ্ন-আহবায়ক মইন ইসলাম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল খানসহ সকল স্তরের নেতাকর্মীরা।
এসময় আবদুল খালেক অনতিবিলম্বে হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখেন।সরকার জনগনের দাবী না মানলে, দুর্বার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করাতে বাধ্য করা হবে।ইউনিয়ন পদযাত্রা শনিবার সকাল ১১.৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত পদযাত্রা ও বিভিন্ন স্থানে পথসভা করতে দেখা যায় । স্থানীয় পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান ও নজরদারী এবং সরকারদলীয় অবস্থান উপজেলার ইউনিয়ন কর্মসূচীগুলোতে লক্ষ্য করা গেছে। কয়েকটি ইউনিয়নে পুলিশের বাধা পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগের শান্তি সমাবেশের অবস্থান কর্মসূচী বিএনপির পদযাত্রা কর্মসূচী কে ব্যাহত, নিয়ন্ত্রিত এবং বাধা প্রদানে উত্তেজনার সৃষ্টি হলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।