কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘‘এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মুল করি’’ এই প্রতিপাদ্যেকে ধারন করে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ও লেপ্রা বাংলাদেশ’র উদ্যোগে কুষ্ঠ দিবস পালিত হয়েছে। ২৯জানুয়ারী রবিবার সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, টিবি ল্যাপরসি বিভাগের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আবু যুবায়ের সহ আরো অনেক । এ সময় ১৫জন কুষ্ঠ রোগীকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়।