হাফিজুর রহমান শাহীন, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাট উপজেলার বজরা, গুনাইগাছ, বেগমগঞ্জ, বিদ্যানন্দ ও ঘড়িয়ারডাঙ্গা ইউনিয়নে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এসজেএসকেএস এর সার্বিক সহযোগিতায় এবং সেভ দ্যা চিলড্রেন এর অর্থায়নে গত বৃহস্পতিরার হইতে রবিবার পর্যন্ত ১৫০০ শীতার্ত জনগণের মাঝে ১৫০০ প্যাকেজ শীতবস্ত্র (প্রতি প্যাকেজে ১টি মহিলার চাদর, ১টি পুরুষের চাদর, ২টি সুয়েটার, ১টি কম্বল ও ১টি করে পরিবহন ব্যাগ), দুঃস্থ, অসহায় কর্মহীন ২ শত জন মহিলা ও পুরুষকে নগদ ৩ হাজার টাকা করে মোট ৬ লক্ষ বিতরন করা হয়েছে, তালিকায় দুগ্ধবতী, গর্ভবতী, দরিদ্র, হতদরিদ্র, দিনমজুর, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, সংখ্যালঘু প্রান্তিক নারীকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাব নুরে তানিম, বিদ্যানন্দ এবং ঘড়িয়ালডাঙ্গ ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন এবং উলিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি), বজরা, গুনাইগাছ, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন, এলাকার শিক্ষকবৃন্দ, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জনাব উত্তম চৌধুরী, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সেন্ট্রাল মনিটরিং অফিসার জনাব ভুদেব রায়, এইচআর ম্যানেজার জনাব জুলফিকার আলী, বিজিডি ইমারজেন্সী কোল্ড ওয়েভ রেসপন্স ২০২৩ এর প্রজেক্ট ম্যানেজার জনাব মোঃ লুৎফর রহমান, আর্লি এ্যাকশন প্রকল্পের ম্যানেজার জনাব মনোয়ার হোসেন ও জনাব আমিনুল ইসলাম সহ এফএফ, ভলান্টিয়ারগন উপস্থিত ছিলেন।