মৌসুমী আক্তার
প্রসব ব্যথায় মায়ে কাতর
বাবার মুচকি হাসি ,
ঘরে বাইরে দৌড়ে দিদি
আমেজ রাশি রাশি ।
আঁতুড় ঘরে মায়ে কাঁদে
চোখে খুশির জল ,
নতুন মেহমান আসবে ঘরে
বাবার আঁখি ছল ছল ।
আমার জন্মের খানিক পরে
যখন মায়ের হল হুঁশ ,
মায়ের বুকে ঝড়ের আঘাত
দিচ্ছে সবাই দোষ ।
সবার মনটা ভীষন ভারি
আমার জননী অপয়া ,
আশা ছিল বংশের প্রদীপ
ঘরে আসলো তনয়া ।
ধীরে ধীরে বয়স যখন
আমার হয়ে যায় ষোল ,
চড়ুইভাতির খেলার সাথীরা
বলে বধু কেশ তোমার খোল ।
বাবায় দিল আয়না চিরন
মায়ে চুলের ফিতা ,
যতন করে বাঁধলাম চুল
তা ও বাঁকা সিতা ।
তেজস্বিনী গায়ের খুকী
আমার গলায় চন্দ্রহাড়,
দিনে দিনে বয়স কুড়ি
বাহারী চুলের সমাহার ।