মোঃ রাসেল হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি:রক্তদানের কার্যক্রমকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ঢাকা জেলা শাখা এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ২৬ই আগস্ট ২০২৩(শনিবার) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ পশ্চিমগাও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইন দুপুর ২ টায় শুভ উদ্ভোদন করেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ঢাকা বিভাগীয় সমন্বয়ক “মোঃ এনামুল হাসিব”, এ সময় তিনি বলেন: সচেতনতার বার্তা ও রক্তদানের কার্যক্রম প্রান্তিক পর্যায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। তরুণ প্রজন্মের দ্বারায় এখন মানুষ সচেতন হবে।
উল্লেখ্য উক্তদিনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ২৯৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে।
সারাদেশব্যপী বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ১১২ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে করে ওই এলাকার বাসিন্দারা খুবিই উপকৃত হয়েছে এবং তারা এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছে।