মোঃ রব্বানী বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধিঃ-
‘আমার রক্তে বাঁচলে প্রাণ, করবো না কেনো রক্তদান’ এই স্লোগান সামনে রেখে বুধবার (১৪ জুন) খুলনায় আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয়।
হাসানপুর খেয়াঘাট যুব সংঘের’ব্যানারে রাত ৮টায় হাসানপুর খেয়াঘাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসানপুর খেয়াঘাট যুব সংঘের সভাপতি জেমস বনি সভাপতিত্বে DUKP টিভির পরিচালক মোঃ রব্বানী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন DUKP টিভির চেয়ারম্যান ও ডুমুরিয়া ফাউন্ডেশন সেচ্ছাসেবী সমন্বয়ক ইয়াছিন মোল্যা , ডুমুরিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্য শাহরিয়ার সবুজ, ডুমুরিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ স্বেচ্ছায় রক্তদানে হাসানপুর যুব সংঘের ভলেন্টিয়াররা।
রক্তদাতা দিবসের এবারের প্রতিপাদ্য— ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন, জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’
সমাবেশে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুমূর্ষু রোগী ছাড়া রক্তের প্রয়োজনীয়তা অন্যকেউ উপলব্ধি করতে পারে না। এক ব্যগ রক্ত বাঁচাতে পারে রোগীর প্রাণ। সক্ষম প্রতিটি ব্যক্তিই রক্তদান করতে পারে। রক্তদানের কোন খারাপ দিক নাই। সুস্থ এবং দীর্ঘজীবন বেঁচে থাকার অন্যতম উপায় হলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করা।