মোঃ রব্বানী বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধিঃ-
১২ই জুন সোমবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক কে বিজয়ী করতে শনিবারে প্রচারণা চালিয়েছে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি নির্দেশনায়।
ওই প্রচার-প্রচারণায় যারা অংশ নেন, তারা হলেন- খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিবুর রহমান নাজু,ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদ জি এম ফারুক হোসেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ ও ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মনোজিৎ বালা, ৭নং শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন বুলু, ডুমুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শোভা রানী হালদার, ১নং ধামালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সালাম, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার। ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ হাজার হাজার নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।
প্রচার- প্রচারণা অনুষ্ঠানে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জননেত্রী শেখ হাসিনা ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সালাম পৌঁছান এবং স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন। ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটারদের হাতে হাতে নৌকা প্রতীকের লিফলেট পৌঁছে দেন।