এম জালাল উদ্দীন
খুলনার পাইকগাছায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিট্যাল ল্যাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
ভার্চুয়ালী সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। স্বাগত বক্তৃতা করেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলি শেখ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে। উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল ওহাব।
প্রশিক্ষক ছিলেন, ইমতিয়াজ আহমেদ ও মোঃ রবিউল ইসলাম। পাইকগাছা-কয়রার সমন্বয়কারী ছিলেন, মোঃ ইজাজ আহম্মেদ। এছাড়া শেখ রাসেল ডিজিট্যাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ রত শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।