এম জালাল উদ্দীন।
খুলনার পাইকগাছায় ৩ জন মাদক ও ‘দুইজন অন্যান্য মামলার আসামি’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাইকগাছা থানার সদ্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কঠোর নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে উক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে সোমবার পাইকগাছা থানাধীন গড়ইখালীর শান্তা গ্রামের আব্দুল হালিম এর ছেলে মোঃ সাইফুল্লাহ (২২) ৮০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও কামিনী বাশিয়া গ্রামের রবীন্দ্রনাথ সানার ছেলে জ্যোতি সানা (২৫)কে ৩০ গ্রাম ও পাটনিখালী গ্রামের সুকুমার সানার ছেলে সবুজ সানা(২৪) কে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ গ্রেফতার করেছে থানা পুলিশ, তাদের সকলের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত’সহ জুয়া মামলার ২ আসামি’কে গ্রেফতার করা হয়েছে। উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের কোনো বিকল্প নাই আর সেই লক্ষে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে উক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি! এবং মাদক,জুয়া ও পরোয়ানাভুক্ত আসামিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।