এম জালাল উদ্দীন। পাইকগাছা, খুলনা, প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় তিন মাদক ও তিন’জন পরোয়ানভুক্ত আসামি’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাইকগাছা থানার সদ্য খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কঠোর নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে উক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে শুক্রবার পাইকগাছা থানাধীন চাঁদখালীর মৌখালী গ্রামের মৃত রব্বানী মোল্লার ছেলে মোঃ ইউসুফ আলী (২৫) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ফুলতলা গ্রামের মোঃ রফিকুল সরদার’র ছেলে মোঃ রমজান সদ্দার (২৬) কে ৫০ গ্রাম গাঁজা এবং চাঁদখালীর ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে শেখ রাসেল (২২)কে ৫০ গ্রাম গাঁজা’সহ গ্রেফতার করেছে থানা পুলিশ, তাদের সকলের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৩ আসামি’কে গ্রেফতার করা হয়েছে। উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের কোনো বিকল্প নাই আর সেই লক্ষে মাদক নির্মূলের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি! এবং মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।