খুলনার পাইকগাছার মানব সেবায় একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন – চেয়ারম্যান তুহিন
এম জালাল উদ্দীন।
খুলনার পাইকগাছা মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন চেয়ারম্যান তুহিন। জানা গেছে উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের ১নং ওয়ার্ডের লস্কর গ্রামের আমড়াতলার ডাঙ্গী নামক স্থানে মৃত অহেদ আলী সরদারের পুত্র শফিকুল ইসলাম সরদার এর বাড়ী সংলগ্ন সরকারি রাস্তা আংশিক দখল করে ঘেরা দিয়ে গাছ লাগানোর ফলে চলাচলে সমস্যা হচ্ছিলো প্রায় ৫০০ জন স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) কে জানালে চেয়ারম্যান আজ মঙ্গলবার ঘটনাস্থল যান এবং বিষয়টির বাস্তবতা দেখতে পেয়ে সাথে সাথে চৌকিদার মোড় সংলগ্ন লস্কর হাট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দীর্ঘক্ষন আলাপ আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে সরকারি রাস্তার উপরে অবৈধভাবে স্থাপন করা ঘেরা ও গাছ তুলে ফেলার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় তাৎক্ষণিক চেয়ারম্যান তুহিন সরকারি রাস্তার পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য জনসাধারণের সার্থে নিজেই শ্রমিকদের সাথে মাটি কেটে এবং ইট দিয়ে উক্ত রাস্তাটি সংস্কার করতে লেগে পড়েন। যার ফলে একদিকে সরকারি রাস্তার জমি শান্তিপূর্ণভাবে দখলমুক্ত হলো অন্যদিকে স্থানীয় প্রায় ৫০০ লোকের চলাচলের সুন্দর ব্যবস্থা হওয়ায় এলাকাবাসী লস্কর অত্র ইউনিয়নের চেয়ারম্যান তুহিন’কে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন। উপরে উল্লেখিত বিষয়ে চেয়ারম্যান তুহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার পিতা লস্কর ইউনিয়নের চেয়ারম্যানী করে আজীবন মানুষের সেবা করে গেছে, আমিও পিতার দেখানো পথ ধরে আমৃত্যু মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।