এম জালাল উদ্দীন
খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ২য় রাউন্ডে রাড়ূলী, কপিলমুনি ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে।
শনিবার দিনব্যাপী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌরসভা ও রাড়ূলী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে ড্র হয়। পরে টাইবেকারে পৌরসভা ফুটবল একাদশকে ৪-৩ ব্যবধানে পরাজিত করে রাড়–লী ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে।
বিকালে কপিলমুনি ইউনিয়ন ও দেলুটি ইউনিয়ন এর মধ্যকার খেলা নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে ড্র হয়। পরে টাইবেকারে দেলুটি ইউনিয়নকে ৪-৩ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে। সবশেষে লস্কর ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ ব্যবধানে পরাজিত করে চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, শাহাজাদ মোঃ আবু ইলিয়াস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, আনিছুর রহমান সানা, কাইয়ুম হোসেন, আনিছুর রহমান, মতলেব মালি, টিএম হাসানুজ্জামান ও ইউপি সচিব জিএম আব্বাস উদ্দীন।
ধারাভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু।