এম জালাল উদ্দীন,জেলা প্রতিনিধি খুলনা
খুলনার পাইকগাছা’সহ বিভিন্ন জেলা ও উপজেলায় একের পর এক অবিরতভাবে অসহায় প্রতিবন্ধীদের সেবা দিয়ে চলেছেন চেয়ারম্যান তুহিন। নিজ ইউনিয়নের মানুষগুলোর সেবার পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা যেনো চেয়ারম্যান তুহিন এর দৈনন্দিন নেশা ও পেশায় পরিনত হয়েছে। তিনি নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট পরিচালনার পাশাপাশি নিজের উপজেলার গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবন্ধীদের নানান ধরনের সেবা করে যাচ্ছেন। ইতিমধ্যে চেয়ারম্যান তুহিন সর্ব’মহলের মানুষের কাছে একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত লাভ করেছেন, এছাড়া তিনি বিভিন্ন প্রতিবন্ধীদের কাছে যেনো তাদের অভিভাবক ও ভরসাস্থলের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। জানা যায় চেয়ারম্যান তুহিন প্রতিবন্ধীদের সেবাদানে নিজস্ব লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাদের মুখে একটু হাসি ফুটানো ও স্বাবলম্বী করতে দীর্ঘদিন ধরে সেচ্ছায় সেবাদানের লক্ষে অক্লান্ত পরিশ্রম করে উক্ত মহৎ কাজটি করে চলেছেন।
জানা গেছে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গজালিয়া গ্রামের অসহায় যবোতোষ সানা, তিনি রোজগারে অক্ষম ও নিজে অসুস্থ হওয়ায় পরিবারটি বর্তমানে চরম অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছে তাছাড়া মাথা গোজার ঠাই বলতে বসবাসের ঘরটির’ও ভঙ্গুর অবস্থা যা কিনা বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। পাশাপাশি যবোতোষের দুটো সন্তান’ই প্রতিবন্ধী হওয়ায় অভাব যেনো পরিবার’টির নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
এমতাবস্থায় দিশেহারা যবোতোষ সানার পরিবারটি বুধবার প্রত্যুষে মানবিক চেয়ারম্যান তুহিন এর শরণাপন্ন হয়ে তাদের অসহায়ত্বের কথাগুলো খুলে বলেন। চেয়ারম্যান তুহিন তাদের অসহায়ত্বের কথাগুলো মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সহোদর প্রতিবন্ধীর হুইল চেয়ার ও মাথা গোজার একমাত্র ঘরটি সংস্কার এর ব্যাপারে’ও আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য প্রায় ১৫০ জনেরও অধিক প্রতিবন্ধীদের নিয়মিত সেবা দিয়ে চলেছেন চেয়ারম্যান তুহিন এবং তিনি উক্ত মহৎ কাজটি আমৃত্যু করে যাবেন বলে এ প্রতিনিধির কাছে প্রত্যয় ব্যক্ত করেন।