এম জালাল উদ্দীন।
খুলনার পাইকগাছায় জুয়া ও মাদক’সহ ৯ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে রোববার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাড়ুলী ইউনিয়নের আবুল সরদারের ছেলে সামাদ সরদার(৪৫), হরিঢালী ইউনিয়নের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস(৩৩), উলুডাঙ্গা গ্রামের সবুর মোড়লের ছেলে হালিম মোড়ল(৪৮)কে আটক করা হয়।
অপর দিকে গড়ুই খালী ইউনিয়নে নগদ টাকা ও জুয়া খেলার সরজ্ঞাম সহ ৬ জনকে আটক করা হয়। আট ব্যক্তিরা হলেন, বাঁশাখালী গ্রামের রাজ্জাক গাজীর ছেলে লুৎফর রহমান (৩৪), জবেদ গাজীর ছেলে ইকরামুল গাজী(৩০), আনছার গাজীর ছেলে শুকুর গাজী(৩৫), হাকিম গাজীর ছেলে ইয়াছিন(৩৬), হেকমত সরদারেরর ছেলে রনি সরদার(২৫), হোসেন আলীর ছেলে ইসমাইল হোসেন(৩৪) কে আটক করা হয়।
উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার পরিদর্শক(ওসি তদন্ত) তুষার কান্তি দাশ এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং আটক ব্যক্তিদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।