এম জালাল উদ্দিন। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় প্রতিবন্ধীকে ধর্ষণে অভিযুক্ত আসামি’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের এর কঠোর তৎপরতায় প্রতিবন্ধী’কে ধর্ষণের অভিযুক্ত আসামিকে ৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে পাইকগাছা থানাধীন কপিলমুনির প্রতাপকাঠি গ্রামের মৃত রবীন্দ্রনাথ বাছাড় এর প্রতিবন্ধী মেয়ে মিতালী বাছাড় (৩৪) গত ২৭/৫/২০২৩ শনিবার সকাল ৮ টার দিকে বাড়িতে একা থাকা অবস্থায় সে গোসল করে ঘরে এসে কাপড় পাল্টানোর সময়ে একি গ্রামের সুভাষ চন্দ্র মন্ডলের ছেলে লিটু মন্ডল (৩২) মিতালী’কে আচমকা এসে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে অতঃপর বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এমতাবস্থায় ধর্ষিতা মিতালী কান্নাকাটি করিতে থাকে পরবর্তীতে তাহার মা বাড়িতে আসিলে মা ও আশেপাশের লোকজন কান্নাকাটি কারন জানতে চাইলে মিতালী তার মা ও প্রতিবেশীদের কাছে উল্লেখিত ঘটনাটি খুলে বলেন।
এ ঘটনায় ধর্ষিতার ভাই গৌরাঙ্গ বাছাড় বাদি হয়ে লিটু মন্ডলের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছে। উপরে উল্লেখিত বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগটি পাওয়ার ৮ ঘন্টার মধ্যে ঘটনার সত্যতার ভিত্তিতে আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং সোমবার বিজ্ঞ আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।