পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামে গোপাল দাশ ও শাওন দাশ নামের দুইজন সহদর প্রতিবন্ধী রয়েছে। হতদরিদ্র পরিবারে জন্মগ্রহন করা এ দুই ভাইকে প্রায় সময় খোজখবর নেন এবং তাদেরকে খাদ্য সামগ্রী সহ সার্বিক সহায়তা প্রদান করে আসছেন দক্ষিণবঙ্গে প্রতিবন্ধীদের অভিভাবক হিসাবে পরিচিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি ইউ পি এফ) এর কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ম সাধারণ সম্পাদক পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)।
ইতিমধ্যে লস্কর ইউনিয়নের চেয়ারম্যান তাদের থাকার ঘর তৈরী করে দিয়েছেন এবং সব সময় তাদের খোজখবর নেওয়ার জন্য এবারের বিশ্ব প্রতিবন্ধী দিবসে একটি মোবাইল ফোন কিনে দিয়েছেন। এদিকে চেয়ারম্যান তুহিন যখন সময় পান তখন খাদ্য সহ নানা ধরনের প্রয়োজনীয় উপকরণ নিয়ে এ দুই প্রতিবন্ধীর কাছে চলে যান।
তাহারই ধারাবাহিকতায় সোমবার লস্কর ইউনিয়নের চেয়ারম্যান তুহিন প্রতিবন্ধী গোপাল দাশ ও শাওন দাশের বাড়িতে যথারীতি চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, রসুন, লবণ, বিস্কুট, সাবান ও ডিটার্জেন পাউডার সহ বিভিন্ন উপকরণ নিয়ে যান এবং তাদের সার্বিক খোজখবর নেন।
লস্কর ইউনিয়নের চেয়ারম্যানের নিকট থেকে এ সমস্ত উপকরণ পেয়ে প্রতিবন্ধী দুই সহদর ভাইকে অনেক খুশি হতে দেখা যায়। এসময়ে চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন লস্কর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ জহুরুল হক সানা ও সোলাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সায়েদ আলী মোড়ল কালাই ও প্রশান্ত কুমার মন্ডল সহ আরো অনেকে।