এম জালাল উদ্দীন
খুলনার পাইকগাছায় ১’কেজি ৮০০ গ্রাম গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ এস আই নাসির উদ্দীন ১ কেজি ৮’শ গ্রাম গাঁজা’সহ হাজেরা বিবি (৫০) কে আটক করেছে। জানা গেছে উক্ত মাদক ব্যবসায়ী কয়রা উপজেলার ভাগবা গ্রামের মোঃ মোকবুল হোসেন সরদারের স্ত্রী।
শনিবার সন্ধ্যায় পাইকগাছাতে তাহারই ঠিক করা কাস্টমারের কাছে মাদকদ্রব্য গাঁজা পৌছে দেওয়ার জন্য আসছিলো এ খবর জানতে পেরে ওসি রফিকুল ইসলামের দিকনির্দেশনায় পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মৌখালী থেকে হাজেরা বিবি (৫০) আটক করা হয়। এবিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজেরা বিবি পাইকগাছায় গাঁজা বিক্রি করার জন্য আসবার খবরটি জানতে পেরে তাহাকে আটক করার কৌশল অবলম্বন করি এবং আমরা সফল হয়েছি, তার নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে।