এম জালাল উদ্দীন
খুলনার পাইকগাছায় ৪ কেজি গাঁজা’সহ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে শনিবার রাত ৮টার দিকে এএসআই শেখ পলাশ হোসেন,এসআই সাদ্দাম হোসেন,এএসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নে ঘোষাল গ্রামের মৃত বদর উদ্দিন গাজী ছেলে মোঃ ফারুক হোসেন’কে (৪০),কে ৪ কেজি গাঁজা’সহ নিজ বাড়ি থেকে আটক করেছে। এবিষয়ে আসামি ফারুকের নামে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
এছাড়া শুক্রবার রাতে এএসআই শেখ পলাশ হোসেন উপজেলার চাঁদখালী ইউনিয়ন থেকে আসমত সানার ছেলে মোঃ মিনারুল সানা(৪৫),কে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আটক করা হয়েছে।
উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে শনিবার বিজ্ঞ আদলতে সোপর্দ করা হয়েছে এবং আসামি ফারুক হোসেনের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে।