এম জালাল উদ্দীন:
খুলনার পাইকগাছায় ৮ জন নাশকতা ও ৪ জন পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে গত ৭/১২/২০২২ এর নাশকতা মামলার ঘটনায় জড়িতদের মধ্যে ৮ জনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ জন পরোয়ানা’ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৭/১২/২০২২ এর নাশকতার মামলায় ঘটনায় জড়িতদের মধ্যে ৮জন’কে শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ৪ পরোয়ানাভুক্ত’সহ আসামিদের শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হতে পাঠানো হয়েছে।